Last Updated: Monday, July 8, 2013, 21:15
বাইকবাহিনীর দাপট নিয়ে অভিযোগ ছিলই। তা ঠেকাতে নতুন নিয়ম জারি করল কমিশন। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোনও প্রার্থী একটির বেশি বাইক ব্যবহার করতে পারবেন না। বেশি বাইক ব্যবহার করতে হলে জেলাশাসকের অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে। প্রচারপর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতেই কমিশনের এই সিদ্ধান্ত। যদিও, প্রচারপর্বে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সোমবার পর্যন্ত কোনও বাহিনী হাতে পায়নি কমিশন।